১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৪:৫০
মুক্তারপুর থেকে ৩কোটি মিটার কারেন্ট জাল জব্দ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন থেকে তিন কোটি মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে র‌্যাব ও স্থানীয় মৎস্য বিভাগ।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে ইউনিয়নের মালিপাথর এলাকায় অভিযান চালিয়ে তিনটি ফিশিং নেট কারখানা থেকে এই কারেন্ট জাল জব্দ করা হয়।

র‌্যাব- ১১ এ কর্মরত পুলিশ সুপার (এসপি) মো. আবদুল মমিন জানান, নির্বাহী হাকিম লামাইয়া সাইফুলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকতা ড. অলিউর রহমান ও উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা শাহজাদা খসরু।

আনিস ফিশিং নেট, আরাফাত ফিশিং নেট ও ফারুক ফিশিং নেট থেকে জব্দ করা এই তিন কোটি মিটার কারেন্ট জাল পরে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

error: দুঃখিত!