মুন্সিগঞ্জ, ১৭ জানুয়ারি, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
আসন্ন মিরকাদিম পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ঘোষণা করা হয়েছে মিজানুর রহমান কে।
শুক্রবার (১৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে দলটি।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখে অনুষ্ঠিতব্য মিরকাদিম পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মেয়র পদে ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচনে অংশ নিবেন মিজানুর রহমান।
মিরকাদিম পৌরসভায় মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ আজ ১৭ জানুয়ারি। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ১৯ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ জানুয়ারি পর্যন্ত।
চতুর্থ দফায় মুুন্সিগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভায় আগামী ১৪ ফেব্রুয়ারি, রোববার ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে।