মুন্সিগঞ্জের মিরকাদিমে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী মনসুর আহমেদ কালামের আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
রবিবার (২ জুন) মিরকাদিমের দরগাহবাড়ি এলাকায় মনসুর আহমেদ কালামের মালিকানাধীন সানাই কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, ঢাকা-৩ আসনের সংরক্ষিত নারী এমপি শবনম জাহান, টংগিবাড়ী উপজেলা চেয়ারম্যান ভুতু হালদার, মিরকাদিম পৌর আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুজ্জামান বাসু, প্রমুখ।
সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কালাম আগামী মিরকাদিম পৌরসভা নির্বাচনে আবারও প্রার্থী হচ্ছেন বলে জোড় শোনা যাচ্ছে। বিগত উপজেলা নির্বাচনের পরে মিরকাদিমের রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি হয়েছে। সেই নির্বাচনের পর এই ইফতার মাহফিলে মুন্সিগঞ্জের শীর্ষ রাজনীতিকদের অংশগ্রহণ মিলনমেলায় পরিণত হয়েছে।