মুন্সিগঞ্জ, ২৫ জানুয়ারি, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের মিরকাদিমে জনসাধারণের সাথে গণসংযোগ করেছেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও ব্যবসায়ী মনসুর আহমেদ কালাম।
তিনি শুক্রবার (২৪ জানুয়ারি ) সকালে মিরকাদিমের টেংগর ও রিকাবীবাজার এলাকায় এই গণসংযোগ করেন।
এসময় তিনি স্থানীয় নারী-পুরুষ ও সকল শ্রেণী-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন।
এ বিষয়ে জানতে চাইলে বিপুল ভোট পেয়ে নির্বাচিত হওয়া সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমেদ কালাম ‘আমার বিক্রমপুর’ কে জানান, ‘মিরকাদিমের মানুষ আমার আত্মার পরম আত্মীয়। আমি সুযোগ পেলেই তাদের ভালো-মন্দের খোজ খবর রাখি। তারাও আমাকে তাদের ভালো-মন্দের খবরাখবর জানায়। আমি সবসময়ই চেষ্টা করি তাদের পাশে থাকতে’