১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ১২:০৯
মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে একজনের
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৭ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের কেয়টখালী এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আকাশ হাওলাদার (৩৩) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ হাওলাদার শরিয়তপুর জেলার জাজিরা পৌরসভার আক্কেল মাহমুদ আকন কান্দি গ্রামের আ. মান্নান হাওলাদারের পুত্র।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন দিয়ে একটি মোটরসাইকেল মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিলো অপরটি ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে কেয়টখালী ব্রিজসংলগ্ন এলাকায় মুখোমুখি সংঘর্ষের দুই মোটরসাইকেলচালক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেনে।

অপর আহত জসিমউদদীন (৩২) স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।