মুন্সিগঞ্জ, ২০ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ঢাকা মাওয়া এক্সপ্রেসেওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা নিমতলা এলাকায় থেমে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় ৫ যাত্রী নিহতের ঘটনায় ঘাতক ‘গোল্ডেন লাইন পরিবহন’ বাসের চালক ফয়সালকে (৪৫) গ্রেপ্তার করেছে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ।
আজ মঙ্গলবার (২০ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফয়সাল ভোলার চরফ্যাশন থানার নীলকমল এলাকার ফারুক মিয়ার ছেলে।
হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাদের জিলানী এসব তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের হয়েছিলো। ওই মামলার আসামি ফয়সালকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত; চলতি মে মাসের ৮ মে দুপুর ১ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় ঢাকামুখী লেনে থেমে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় নারীসহ একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত হন। এ ঘটনার পরদিন ঘাতক গোল্ডেন লাইন পরিবহনের সুপারভাইজার ও হেলপারকে আটক করা হলেও চালক পলাতক ছিলেন।