ডেস্ক রিপোর্ট: প্রায় এক হাজার ইয়াবা ট্যাবলেটসহ মুন্সীগঞ্জের এক ব্যক্তিকে আটক করেছে চট্টগ্রাম পুলিশ। কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম আবদুল হামিদ (৫০)। তার বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়ায়।
পুলিশ জানায়, চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় সেন্ট মার্টিন পরিবহনের একটি বাসে করে যাত্রী হয়ে ঢাকায় যাচ্ছিলেন হামিদ। রাত সোয়া ১টায় তল্লাশি চালানোর সময় সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। থানায় আনার পর তার স্বীকারোক্তি অনুসারে মলদ্বারে লুকিয়ে রাখা ৯৪০টি ইয়াবা পাওয়া যায়।
আগেও একাধিকবার এভাবে নিষিদ্ধ এই ট্যাবলেট পাচারের কথা হামিদ স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।