ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মাহেন্দ্রের ধাক্কায় অরুপ অপু দে (৩৫) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ভোলা-চরফ্যাশন সড়কের লালদিঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অরুপ উপজেলার কুতবা ইউনিয়নের দক্ষিণ ছোট মানিকা গ্রামের বিরাজ চন্দ্রের ছেলে ও দৈনিক আজকের ভোলা পত্রিকার বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি ছিলেন। এছাড়া তিনি ব্যবসা করতেন। স্থানীয়রা জানান, দুপুরের দিকে বোরহানগঞ্জ থেকে মোটরসাইকেলে করে বোরহানউদ্দিনের দিকে ফিরছিলেন অরুপ অপু দে। পথে লালদিঘির পাড় এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি মাহেন্দ্রের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে তাকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ভোলা সদর হাসাপাতাল ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ রায় চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।