মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল বৃক্ষরোপণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করেছেন।
রবিবার দুপুরে ঢাকার কৃষিবিদ ইনস্ট্রিটিউশন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কারের ২ ভরি স্বর্ণের মেডেল এবং ৩০ হাজার টাকা প্রদান করা হয়।
এর আগে বৃক্ষরোপণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত জাতীয় কমিটি এই পদকের জন্য তাকে মনোনিত করে। মুন্সীগঞ্জের এই জেলা প্রশাসক এর আগে প্রাথমিক শিক্ষায় দেশ সেরা জেলা প্রশাসক এবং আইসিটিতে দেশের শ্রেষ্ঠ তথ্যবাতায়ণ নির্মাণে শ্রেষ্ঠ জেলা প্রশাসকের পুরস্কার পান।