১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ১২:২৩
Search
Close this search box.
Search
Close this search box.
বিপিএল মাতাতে আসছেন জ্যাকুলিন-হৃতিক!
খবরটি শেয়ার করুন:

বিপিএলের তৃতীয় আসরের খেলোয়াড়দের নিলাম চলতি মাসের ৩১ তারিখ। অবশ্য নিলামের তারিখ এগিয়ে আনার সম্ভাবনা রয়েছে। তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠান ২০ নভেম্বর। আর ২১ নভেম্বর থেকে মাঠে গড়াবে মারমার-কাটকাট এই টুর্নামেন্ট।

২০ নভেম্বরের উদ্বোধনী আয়োজন মাতাতে ঢাকায় আসছেন বলিউড তারকা হৃতিক রোশন, নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ ও গায়ক কেকে। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানটি হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সাংস্কৃতিক আয়োজনে বিদেশি এই তিন তারকার পাশাপাশি অংশ নেবেন এদেশের বেশ কয়েকজন খ্যাতনামা শিল্পী। দুই-একদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে জানানো হবে।

error: দুঃখিত!