শেখ রাসেলঃ আমাদের বিক্রমপুরের ছেলেদের পাশাপাশি মেয়েরাও এগিয়ে চলছে সমান তালে। বিশ্ব দরবারে আমাদের বিক্রমপুরকে নিয়ে যাচ্ছে এক অনন্য অসাধারন উচ্চতায়।
তেমনি একজন কৃতি সন্তান হচ্ছেন ড. হেলেনা ফেরদৌসী । তিনি আমাদের গর্ব আমাদের অহংকার। ড.হেলেনা ফেরদৌসী জন্মগ্রহণ করেন বিক্রমপুর শ্রীনগর থানার বাশাইল ভোগ গ্রামে। স্বীয় মেধা ও গুণে পৌছে গেছেন এক মহান উচ্চতায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে ১৯৯১ সালে কৃতিত্বের সাথে পাশ করেন।
১৯৯২ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে যোগ দেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০০৭ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। জবিতে তিনি ২০০৯ সালের অক্টোবর মাসে যোগদান করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. হেলেনা ফেরদৌসী সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিক্রমপুরের একজন গর্বিত নারী, আমাদের অহংকার।