১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ২:৩৭
Search
Close this search box.
Search
Close this search box.
বর্ণাঢ্য আয়োজনে ইউনুছ খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে নবীনবরণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ নভেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ইউনুছ খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণীর প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি এলাকায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই আয়োজন।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।

এসময় দেশাত্মবোধক গান, নৃত্য, কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা হিসাবে তুলে দেয়া হয় সম্মাননা ক্রেষ্ট। এছাড়া মেধা অন্বেষণ প্রতিযোগিতায় সাংস্কৃতিক প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ইউনুছ খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ফরিদুর রহমানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন, পরিচালনা পর্ষদের সভাপতি ফাহাদ খাঁন, বাংলাদেশ ডিজিটাল এডুকেশন এন্ড রিসার্চ লিমিটেড (বিডার্ল) চেয়ারম্যান ড. সুমন আহম্মেদ, রফিউদ্দিন মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা আবুল কালাম আযাদ ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ কামরুল হুদাসহ অন্যান্যরা।

শিক্ষকদের উদ্দেশ্যে অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মান উন্নয়ন ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

error: দুঃখিত!