সদর উপজেলার বজ্রযোগিনীতে ইউনিয়নভিত্তিক মানব পাচার প্রতিরোধ কমিটি গঠন বিষয়ক প্রথম সভা করেছে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম-ওকাপ।
২৩ অক্টোবর সোমবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওকাপের প্রোগ্রাম ম্যানেজার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোতা মিয়া মুন্সি। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউপি সচিব সেলিম রেজা, ইউপি সদস্যবৃন্দ, সাংবাদিক প্রতিনিধি, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, তথ্য উদ্যোক্তা, সাব-পোষ্ট মাষ্টার, নিকাহ রেজিষ্টার (কাজী), ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক ও স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
ওকাপের মাঠ কর্মকর্তা ইউজিন ম্রং ‘আমার বিক্রমপুর’ কে জানান, মানব পাচার বিশ্বব্যাপী আলোচিত একটি ইস্যু। মানবপাচার রোধ করতে বাংলাদেশ সরকারের মানবপাচার প্রতিরোধ ও দমনে জাতীয় কর্ম পরিকল্পনা ২০১৫-২০১৭ (খসড়া ২০১৮-২০২২) গ্রহন করেছে। প্রতিবছর বিভিন্ন উপায়ে কয়েক লক্ষ মানুষ বাংলাদেশ থেকে মানবপাচারের শিকার হচ্ছেন। এর মধ্যে মুন্সিগঞ্জ জেলার মানুষও রয়েছে। তাই মুন্সিগঞ্জ থেকে মানবপাচার রোধ ও দমন করতে সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে মানবপাচার প্রতিরোধ কমিটি গঠন করা হবে। এরই অংশ হিসেবে বজ্রযোগিনী ইউনিয়নে প্রথম সভাটি করা হলো।