মুন্সিগঞ্জ, ২ ডিসেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
একটি দুইটি নয়- ৫টি গুলি করে প্রকাশ্যে মহাসড়কের উপর প্রেমিকাকে হত্যার পর ভোলার মনপুরা দ্বীপে পালাতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন আলোচিত সাহিদা হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রেমিক তৌহিদ শেখ তন্ময় (২৩)।
আজ সোমবার ভোরে ভোলা সদরের তারানগর ইউনিয়নের ইলিশা লঞ্চ ঘাটে ঢাকা-ভোলা-মনপুরা রুটের একটি লঞ্চ থেকে তৌহিদকে গ্রেপ্তার করে মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ৫ সদস্যের একটি টিম।
পরে ওই যুবকের দেয়া তথ্যে কেরানীগঞ্জের বটতলী বেইলি ব্রিজের নিচে ডোবা থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত তন্ময় ঢাকার ওয়ারী থানার বর্ণগ্রাম রোডের মৃত শফিক শাহের পুত্র। নিহত সাহিদা ইসলাম রাফা (২৪) একই এলাকায় পরিবারের সাথে থাকতেন।
মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. ইশতিয়াক রাসেল গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের তথ্য নিশ্চিত করে জানান, এখনো অভিযান চলছে। আগামীকাল প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরা হবে।
প্রসঙ্গত; ঢাকা-মাওয়া মহাসড়কের দোগাছি এলাকার সার্ভিস সড়কে গত শনিবার (৩০ নভেম্বর) গুলিবিদ্ধ অবস্থায় সাহিদার লাশ উদ্ধার হয়। এ ঘটনায় পরদিন সকালে শ্রীনগর থানায় নিহতের মা জরিনা খাতুন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।