২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:৩৮
প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ মুন্সিগঞ্জ সদর উপজেলার ইফতার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৩ মার্চ ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ, মুন্সিগঞ্জ সদর উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সন্ধ্যায় মুন্সিগঞ্জ শহরের খালইস্ট এলাকার একটি রেষ্টুরেন্টে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষকের উপস্থিতিতে এই ইফতার মাহফিল হয়।

এছাড়া সাংবাদিক ও স্থানীয় সুশীল সমাজের আমন্ত্রিত ব্যক্তিবর্গরা এতে অংশ নেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম ও সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মোমিন মিয়া ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

এছাড়াও প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক তানজির মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম মিয়া উপস্থিত ছিলেন।

error: দুঃখিত!