১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | দুপুর ২:২৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি এমপি মৃণাল কান্তি দাসের
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৮ সেপ্টেম্বর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন ‍উপলক্ষে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাসের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে।

গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১২ টা ১ মিনিটে মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় দোয়া প্রার্থনা, আলোচনা সভা, কেক কাটা, আতশ ও ফানুস প্রজ্জলন কর্মসূচি পালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহতাব উদ্দিন কল্লোল, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, জেলা যুব মহিলা লীগের আহবায়ক মোরশেদা বেগম লিপী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মাওলা তপন, মিরকাদিম পৌর আওয়ামী লীগের উপদেষ্টা মনিরুজ্জামান শরিফ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেল, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক উপ সম্পাদক আপন দাস, জাতীয় শ্রমিক লীগ শিল্পায়ন আঞ্চলিক শাখার সভাপতি আবুল কাশেম, কাউন্সিলর রহিম বাদশা, মকবুল হোসেন প্রমুখ।

error: দুঃখিত!