নিজস্ব প্রতিবেদকঃ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন.প্রধান মন্ত্রী প্রতিদিন পদ্মাসেতু নির্মাণ কাজের মনিটরিং করছেন। প্রকল্প এলাকায় কিছু স্থাপনা নদীগর্ভে বিলীন হলেও নির্দিষ্ট সময়ের মধ্যেই পদ্মাসেতু নির্মাণ সম্পন্ন হবে।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ সাফ জানিয়ে দিয়েছেন পদ্মা সেতুর কাজের ব্যাপারে কোন প্রকার অনিয়মের কথা শুনতে চান না। আমরা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত মনিটরিং করছেন।
ইতোমধ্যে পদ্মাসেতুর শতকরা ২৪ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। মন্ত্রী বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জ লৌহজং এর কুমারভোগে সেতু প্রকল্প এলাকার ভাঙ্গন পরিদর্শন ও সেতু কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন,সেতু বিভাগের নিবার্হী প্রকৌশলী তোফাজ্জল হোসেন সহ সেতু বিভাগের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।