১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১১:২৪
প্রথমবারের মত ‘ডুবুরি টিম’ পেল মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস
খবরটি শেয়ার করুন:
13

মুন্সিগঞ্জ, ২০ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে যুক্ত হয়েছে ৩ সদস্যের প্রশিক্ষিত ডুবুরি টিম। নদীবেষ্টিত জেলাটিতে প্রচুর নৌ দুর্ঘটনা ঘটলেও এতদিন ছিলো না কোন ডুবুরি সদস্য। তাই কোন দুর্ঘটনা ঘটলে ঢাকা থেকে ডুবুরি দল আসার অপেক্ষা করতে হতো জেলাবাসীকে।

নতুন যুক্ত হওয়া এই টিমের নেতৃত্ব দিবেন সাব অফিসার মো. আলাউদ্দিন। তার অধীনস্ত ডুবুরি দুইজন হলেন- আনন্দ মোহন পাল ও মো. জিসান ইসলাম।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মুন্সিগঞ্জের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মুন্সিগঞ্জ একটি নদী মাতৃক জেলা। এর চারপাশে পদ্মা, মেঘনা, ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদী বহমান। তাছাড়া নদীতে প্রচুর নৌযান চলাচল করে। আবার জেলায় অনেক পুকুর রয়েছে। বিভিন্ন সময় নৌ-দুর্ঘটনা ও পানিতে ডোবার সংবাদ পাই। কিন্তু মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনে কোন ডুবুরি না থাকায় ঢাকা এবং নারায়ণগঞ্জ হতে ডুবুরি টিম নিয়ে এসে উদ্ধার কাজ পরিচালনা করতে হতো।

তিনি বলেন, আজ প্রথমবারের মত মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনে নতুন ডুবুরী টিম সংযোজন হয়েছে। এখন যে কোন নৌ-দুর্ঘটনায় দ্রুত উদ্ধার কাজ করা যাবে। মুন্সিগঞ্জবাসিকে আরো সুরক্ষা দিতে পারবো। এতে করে মুন্সিগঞ্জ বাসির দীর্ঘদিনের ডুবুরী টিমের যে চাহিদা ছিল তা পূরণ হলো।