৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ১০:৩২
পৌর রাজনীতিতে নতুন মেরুকরণ, হঠাৎ আলোচনায় সংগ্রাম
খবরটি শেয়ার করুন:
9

নিজস্ব প্রতিবেদক: ১৫আগষ্ট জাতীয় শোক দিবস পালন কে কেন্দ্র করে নতুন দিকে মোড় নিয়েছে মুন্সীগঞ্জ পৌর আওয়ামীলীগের রাজনীতি। বাংলাদেশ আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ও মুন্সীগঞ্জ সদর-গজারিয়া আসনের সাংসদ এডভোকেট মৃণাল কান্তি দাস সমর্থকদের পাল্লায় এই প্রথম জেলা আওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ এর কট্টোর সমর্থক ও ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত আমরা মুক্তিযোদ্ধার সন্তান এর মুন্সীগঞ্জ জেলা কমিটির সভাপতি রেজাউল ইসলাম সংগ্রাম প্রকাশ্যে যোগ দিয়েছেন। রাজনীতিতে পালাবদলের পরিচিত ধারায় তার হঠাৎ এই চিত্রে বিচলিত হয়ে পড়েছেন খোদ তার আশেপাশের ঘনিষ্ঠজনরাও।

অনেকেই মনে করছেন তার চাচা মুন্সীগঞ্জ পৌরসভা’র সাবেক মেয়র মুক্তিযোদ্ধা হোসেন মোহাম্মদ বাবুল আসন্ন পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন। আর এ কারনেই শহরে প্রভাবশালী আওয়ামীলীগ নেতা এডভোকেট মৃণাল কান্তি দাসের সমর্থন পেতে মরিয়া হয়ে পড়েছেন সংগ্রাম। কথিত আছে সামনের পৌর নির্বাচনের ট্রামকার্ড এমপি’র হাতেই।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন জেলা আওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ এর কাছে বারবার অবহেলিত হয়ে তীরের নিশান ঘুড়িয়েছেন রেজাউল ইসলাম সংগ্রাম।

১৫আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রয়াণদিবস-শাহাদাৎবার্ষিকী ও জাতীয়ভাবে রাষ্ট্রঘোষিত শোক দিবস কে স্মরন করে শহরে প্রবেশস্থল সুপারমার্কেট, জগধ্বাত্রীপাড়ায় তার মালিকানাধীন ব্যাবসা প্রতিষ্ঠান গ্লোবাল ট্রাভেল এয়ারওয়েজ ও জনবহুল এলাকা মুন্সীগঞ্জ কাচা বাজারের সামনে এবং এমপি’র বাসায় প্রবেশের রাস্তায় তার ব্যাক্তিগত ছবি ও পদবী এবং বাংলাদেশ আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ও মুন্সীগঞ্জ সদর-গজারিয়া আসনের সাংসদ এডভোকেট মৃণাল কান্তি দাস এর ব্যাক্তিগত ছবি ও পদবী ব্যাবহার করে তোরন নির্মান করেছেন তিনি।

এছাড়াও ১৫আগষ্টের দিন সংগ্রাম সুপার মার্কেট মোড়ে একাই ১০৫ ডেগ খিচুরী দিয়ে কাঙালী ভোজ করানোর ব্যাবস্থা করেছেন।