১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ৯:২৫
পূজামন্ডপ পরিদর্শনে ডিসি-এসপি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২ অক্টোবর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপ পরিদর্শন করেছেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসূল ও জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন।

শনিবার বিকালে মুন্সিগঞ্জ শহরের শ্রী শ্রী কালিমন্দির পূজামন্ডপ পরিদর্শন করেন তারা। পরে তারা শহরের নয়াপাড়া সহ আরও কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেন।

এসময় জেলা প্রশাসক কাজী নাহিদ রসূল গণমাধ্যমের সাথে কথা বলেননি। তবে তিনি হিন্দু ধর্মালম্বীদের শারদীয়া শুভেচ্ছা জানান।

এবছর জেলায় ৩৩৬টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে স্থায়ী ২২৪টি ও অস্থায়ী ১১২টি।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর কুমার ঘোষ, মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল উপস্থিত ছিলেন।

error: দুঃখিত!