২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৬:৫৯
পাতায়া বীচে নিয়ামতের একি কাণ্ড!
খবরটি শেয়ার করুন:

নাটকের নাম ‘নিয়ামত অন দ্য ওয়ে টু পাতায়া’। টেলিভিশনে এর আগেও নাটকটির দু’টো সিক্যুয়াল প্রচারিত হয়েছে। তবে এবার নিয়ামত গেছেন পাতায়ায়। বহু বিবাহের দোষে দুষ্ট নিয়াতম কি তবে আরেকটি বিয়ে করার জন্য পাতায় গেছেন? নতুন কোন প্রেমিকা?

এমন সন্দেহে নিয়ামতের পিছু নেয় তার ছোটভাই ও তার স্ত্রী। শুধু তাই নয় নিয়ামতের মেঝ ও ছোট স্ত্রীও নিয়ামতের কাণ্ড দেখতে পাতায়ায় গিয়ে হাজির। গিয়েতো সবার চোখ ছানাবড়া। তন্বী তরুণীর সঙ্গে নিয়ামত খাচ্ছেন, বীচে অন্তরঙ্গভাবে ঘুরে বেড়াচ্ছেন। সবার মনে সন্দেহ আরো ঘনিভূত হয়। শেষমেষ দেখা যায়,  মেয়েটি নিয়ামতের প্রেমিকা নয়। নিয়ামতের প্রথম স্ত্রীর পালিত কন্যা। প্রবাসে থাকা মেয়েকে দীর্ঘদিনপর দেখতেই তার  এই পাতায়া আগমন।

জানা যায়, নাটকটির পুরোটাই শুটিং হয়েছে থাইল্যান্ডের পাতায়ায়। ৫ আগষ্ট নাটকের টিম থাইল্যান্ডে পাড়ি জমায়। আট দিনেই শুটিং শেষ করে দেশে ফেরে ১৩ আগষ্ট।

নিয়ামত চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। আর নিয়ামতের মেয়ের চরিত্রে অভিনয় করেন তাসদিক নোমায়রা রাখী।

error: দুঃখিত!