২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | বিকাল ৩:১৪
পঞ্চসার ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৮ সেপ্টেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন উপলক্ষে পঞ্চসার ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাগরিবের নামাজের শেষে বিনোদপুর আলমগীর খানের গদীতে ৩০ পাউন্ডের কেক কেটে জননেত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন পঞ্চসার ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা।

কেক কাটার পূর্বে মিলাদ মাহফিল ও জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাতও কামনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: আলমগীর খান।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সহ-সভাপতি খাজা বাহা উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন বাবুল ঢালী, সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদ, পঞ্চসার ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

error: দুঃখিত!