২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ১১:১৪
পঞ্চসারে ৭ বছরের শিশু ধর্ষিত, ধর্ষক নিখোজ!
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জে সাত বছরের কন্যা শিশুকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে।

আজ বুধবার বিকেল পৌনে ৬ টার দিকে শহর লাগোয়া পঞ্চসার ইউনিয়নের দূর্গাবাড়ী এলাকার জোড়পুকুর পাড় বালুর মাঠ সংলগ্ন কলাবাগানে এ ঘটনা ঘটে।

ঘটনার সাথে জড়িত অজ্ঞাত ব্যক্তিকে গ্রেফতারে এখনো অভিযান চালাচ্ছে পুলিশ।

স্থানীয়রা জানায়, বুধবার বিকেল পৌনে ৬ টার দিকে শিশু কণ্যাটি তাদের ভাড়া বাড়ীতে হাটাহাটি করছিলে। এসময় নাম না জানা একজন যুবক তার হাত দিয়ে শিশু কণ্যার মুখ চেপে ধরে পার্শ্ববর্তি কলা বাগানে নিয়ে যায়।

পরে সেখানে গলায় ছুড়ি ধরে মেরে ফেলার ভয় দেখিয়ে ছোট্ট এই শিশুটিকে পাশবিক নির্যাতন চালিয়ে ঐ যুবক পালিয়ে যায়। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ধর্ষনের শিকার শিশুটির মা কে খবর দেয়। পরে শিশুটির মা সুমি বেগম তাকে ধর্ষনস্থল থেকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসতাপালে ভর্তি করে।

ধর্ষনের বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ শৈবাল বসাক বলেন, মেয়েটিকে অমানবিক ভাবে পাশবিক নির্যাতন করা হয়েছে। আগামীকাল গাইনি চিকিৎসক আসলে পুরোপুরি সঠিক রির্পোট পাওয়া যাবে।

ধর্ষনের আলামত পাওয়া গেছে স্বীকার করে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এস আই আনিস বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আমরা ধর্ষককে গ্রেফতারের চেষ্টা করছি। সমস্যা হচ্ছে ধর্ষনের শিকার শিশুটি ধর্ষক যুবকের নাম বা পরিচয় কিছু বলতে পারছে না। এতে আমাদের কিছুটা সমস্যা হচ্ছে।

error: দুঃখিত!