২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | দুপুর ১:৫৪
নিউইয়র্কে ‘হামলার প্রতিবাদে’ মুন্সিগঞ্জে এনসিপির মশাল মিছিল
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৩ সেপ্টেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

‘নিউইয়র্কে সন্ত্রাসী আওয়ামী লীগ কতৃক এনসিপি সদস্য আখতার হোসেনসহ রাজনীতিবিদদের উপর হামলার প্রতিবাদে ইন্টেরিম সরকার এর গাফিলতির জবাব এবং দল হিসেবে আওয়ামীলীগের বিচার এর দাবিতে’ মশাল মিছিল মুন্সিগঞ্জ শহরে কর্মসূচি পালিত হয়েছে।

আজ মঙ্গলবার রাত ৮টার দিকে শহরের কাচারি এলাকা থেকে ‘জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মুন্সিগঞ্জ জেলা’র ব্যানারে মশাল মিছিল শুরু হয়। পরে সুপারমার্কেট ‘শহিদ চত্বর’ এর সামনে বক্তব্য রাখেন নেতাকর্মীরা। কর্মসূচিতে ২০-৩০ জন ব্যক্তি অংশ নেন।

এসময় তারা নিউইয়র্কে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহবান জানান।