৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৮:৫৩
Search
Close this search box.
Search
Close this search box.
নারী দিবসে মুন্সিগঞ্জে মহিলা অধিদপ্তর ও জেলা প্রশাসনের আলোচনা সভা ও সনদ বিতরণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৮ মার্চ, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

সারা দেশের মত মুন্সিগঞ্জেও নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে মহিলা অধিদপ্তর মুন্সিগঞ্জ ও জেলা প্রশাসন, মুন্সিগঞ্জ।

আজ সোমবার (৮ মার্চ) সকালে মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নারী দিবস উপলক্ষে এই আলোচনা সভা ও বিভিন্ন প্রশিক্ষণে অংশ নেয়া নারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ‍উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন, সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ, মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সভ্যতার আলো’র সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, দৈনিক নাগরিক সময়ের সম্পাদক তানভির হাসান।

নারীর সম-অধিকার প্রতিষ্ঠায় ১৯১৪ সাল থেকে বিভিন্ন দেশ দিবসটি পালন করে আসছে। ১৯৭৫ সাল থেকে জাতিসংঘ দিনটি পালন করছে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে।

এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য- ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!