২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৭:৫৪
নারীর বিরুদ্ধে সহিংসতা-বিচারহীনতার বিরুদ্ধে হরগঙ্গা কলেজ ছাত্রদলের মানববন্ধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৯ মার্চ ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ সোমবার দুপুর ২টায় কলেজ প্রাঙ্গণে হরগঙ্গা কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলাম অনিকের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। এতে ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মানববন্ধনকারীরা বলেন, ‘দেশব্যাপী নারীদের বিরুদ্ধে চলমান সহিংসতার মূল কারণ দীর্ঘদিন যাবৎ বিচারহীনতার সংস্কৃতি। মূলত এই সংস্কৃতি আওয়ামী লীগ আমল থেকেই শুরু হয়েছে। কিন্তু আওয়ামী লীগের পতন হলেও দেশে বিচারহীনতার সংস্কৃতির উন্নতি হয়নি। তাছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতিও ব্যাপক অবনতির দিকে।’

এসময় আরও উপস্থিত ছিলেন, হরগঙ্গা কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক থ্রিয়েল, আল হৃদয় ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মো. পারভেজ, সাবেক মুক্তিযুদ্ধ গবেষণা সম্পাদক সামসুল ইসলাম হীরা, সাবেক ক্রীড়া সম্পাদক সাফিল আস সামি সরকার, পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফসান রাফি, ছাত্রনেতা সিদ্দিকুর রহমান প্রমুখ।

error: দুঃখিত!