২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৬:৪৫
নজিরবিহীন নির্বাচনের অপেক্ষা মুন্সিগঞ্জে
খবরটি শেয়ার করুন:

শিহাব আহমেদঃ ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে রাত পোহালেই মুন্সিগঞ্জের ৬টি উপজেলায় ভোটগ্রহণ। ভোটের জন্য এখন সবগুলো উপজেলায় চলছে রুদ্ধশ্বাস অপেক্ষা।

জেলার ৪৯৭ টি ভোটকেন্দ্রে একযোগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। ৬ উপজেলায় প্রার্থী হয়েছেন ৫৯ জন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১৯ জন, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪০ জন।

জেলায় ভোটার রয়েছে ১১ লাখ ৬৩ হাজার ৫৩৭ জন। এর মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলায় ভোটার রয়েছে ২ লাখ ৯০ হাজার ৭০৮ জন। মুন্সিগঞ্জ সদরের সব কয়টি কেন্দ্রে এবারই প্রথম ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মুন্সিগঞ্জ সদর, গজারিয়া ও শ্রীনগর উপজেলার দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা হারুন অর রশিদ আমার বিক্রমপুর কে বলেছেন ‘ভোট হবে নজিরবিহীন’

এর মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলা কে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। যাতে ভোটাররা ভোট কেন্দ্রে এসে নিরাপদে ভোট দিতে পারে সেজন্য সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ইভিএমে ভোটগ্রহণ প্রক্রিয়া তদারকি করতে প্রতিটি ভোটকেন্দ্রে দুজন অভিজ্ঞ সেনা সদস্য থাকবে। প্রতি উপজেলায় পুলিশের একটি করে ষ্ট্রাইকিং টিম, প্রতি ইউনিয়নে দুটি করে মোবাইল টিম এবং পুরো জেলায় ১৯ ব্যাটালিয়ন বিজিবি থাকবে এছাড়াও ২৫ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ৬ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট থাকবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

টংগিবাড়ী, লৌহজং, শ্রীনগর, সিরাজদিখান ও গজারিয়াতেও ভোট হবে নজিরবিহীন। প্রতিদ্বন্দী সব প্রার্থীরাই ভোটারদের ভোটকেন্দ্রে আসতে আহবান জানিয়েছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন যারা পর্যবেক্ষণ করেছেন তারাও বলছেন এবারের ভোটের পরিবেশটা ভালো। ভোটারদের মধ্যে কিছুটা হলেও ইতিবাচক বার্তা গেছে। তারা স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে সিদ্ধান্ত নিতে পেরেছেন। তবে শেষপর্যন্ত ভোটের মাঠ ও কেন্দ্রগুলোর পরিবেশ ঠিক রাখাটাই প্রশাসনের জন্য চ্যালেঞ্জ হবে।

error: দুঃখিত!