ইন্টারনেট ব্যান্ডউইথের দাম ৪১ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি (বিএসসিসিএল)। মঙ্গলবার থেকে এ ঘোষণা কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। বার্তা সংস্থা ইউএনবির খবরে এ কথা জানানো হয়েছে।
সোমবার রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাটি ১০ জিবির প্রতি এমবিপিএস ইন্টারনেটের দাম ৬২৫ টাকা নির্দিষ্ট করে দেয়। এর আগে এর দাম ধার্য করা হয়েছিল এক হাজার ৬৮ টাকা।
বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসাইন বার্তা সংস্থা ইউএনবিকে জানিয়েছেন, ইন্টারনেট গেটওয়ে অপারেটররা এখন থেকে প্রতি এমবিপিএস ব্যান্ডউইথ ৬২৫ টাকা দিয়ে কিনতে পারবেন, যা আগে এক হাজার ৬৮ টাকা দিয়ে কিনতে হতো।
তবে প্রাথমিকভাবে ইন্টারনেটের এই মূল্যহ্রাস শুধু ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে কার্যকর হবে। পর্যায়ক্রমে অন্যান্য জেলায়ও ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমিয়ে আনা হবে।
মনোয়ার হোসাইন আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাতেই ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমানো হয়েছে। সাধারণ মানুষ যেন ইন্টারনেটের সুবিধা ভোগ করতে পারেন, সে জন্যই দাম কমানো হয়েছে। বিটিআরসি যদি গেটওয়ে অপারেটর এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের জন্য ইন্টারনেট ব্যান্ডউইথ বিক্রির দাম বেঁধে দেয়, তাহলে ব্যবহারকারীরা উপকৃত হবেন।’
বর্তমানে বিএসসিসিএলের ২০০ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহারের সক্ষমতা থাকলেও তাঁরা মাত্র ৩২ জিবিপিএস ইন্টারনেট ব্যান্ডউইথ ব্যবহার করেন।