১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৯:১১
তথ্য মন্ত্রণালয়ের প্রথম পুরস্কার পেলেন আমার বিক্রমপুরের রায়হান আহমেদ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২০ ফেব্রুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত তারুণ্যের উৎসব আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছেন আমার বিক্রমপুরের প্রধান আলোকচিত্রী রায়হান আহমেদ। তিনি মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুরের সন্তান।

গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানী ঢাকার শান্তিনগর এলাকায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর অডিটোরিয়ামে দুই দিনব্যাপী তারুণ্যের উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ‘তারুণ্যের উৎসব আলোকচিত্র প্রতিযোগিতা’য় অপেশাদার আলোকচিত্র ক্যাটেগরিতে রায়হান আহমেদের হাতে প্রথম পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

প্রতিযোগিতায় রায়হান আহমেদের তোলা এই ছবিটি প্রথম পুরস্কার অর্জন করে।

এছাড়া অনুষ্ঠানটিতে সর্বমোট ৩ ক্যাটেগরিতে ৯ জন ব্যক্তিকে পুরস্কৃত করা হয়। পরে তাদের হাতে নগদ অর্থ, ক্রেষ্ট ও সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি।

রায়হান আহমেদ যে ছবির জন্য পুরস্কার পেয়েছেন সেটি গতবছরের ১৭ জুলাই ঢাকার চানখারপুলে তোলা।

ছবিটি সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়াতে ফিলিস্তিনের একটা দৃশ্য দেখেছিলাম। মুহুর্মুহু গোলাবারুদের বিরুদ্ধে গুলতি ছুড়ে মারছিলেন এক বৃদ্ধ। অর্থাৎ তার কাছে যতটুকু সম্বল ছিলো সেটি দিয়েই লড়াই করছিলেন তিনি। সেই ছবিটি আমার মগজে দীর্ঘদিন গেঁথে আছে।’

‘১৭ জুলাই ঢাকার চানখারপুলে যখন তুমুল আন্দোলন চলছিলো তখনই এক যুবককে দেখতে পাই। যিনি ছাত্রলীগ (নিষিদ্ধ ঘোষিত) ও পুুলিশের মুহুর্মুহু গুলির মধ্যেই গুলতি নিয়ে প্রতিরোধ করার চেষ্টা করছিলেন।’

রায়হান বলেন, ‘ছবিটি তোলার জন্য আমি আরেকজনের কাছ থেকে হেলমেট ধার নিয়েছিলাম। এবং আমার চিন্তা ছিলো দৃশ্যটি ধারণ করে রাখা উচিৎ। আমার প্রতিটি ছবি আমার কাছে সন্তানের মত। আমি কখনো ছবি ডিলেট করি না। আমার মনে হয়নি এটি মুছে দেই।’

রায়হান আহমেদ গত ৮ বছর ধরে ছবি তোলেন। এবারের জুলাই অভ্যুত্থানে তার তোলা অসংখ্য ছবি দেশ ও বিদেশে প্রশংসিত হয়েছে। ব্যবহার হয়েছে অনলাইন-অফলাইনের বিভিন্ন প্রকাশনায়।

রায়হান আহমেদের যত অর্জন

হংকং এ অনুষ্ঠিত পৃথিবী বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা ২০২৩ এর প্রতিযোগিতায় বিজয়ী হন মুন্সিগঞ্জের রায়হান আহমেদ। ২০২৩ সালে সুইজারল্যান্ডের ওয়াইল্ড হর্ন প্রতিযোগিতায় বিজয়ী হন, যার পুরস্কার ছিল ৬০০ ডলার। দুবাইয়ের ট্রান্সফরমেটিভ আরবান কলিশনস, দুবাইয়ের COP28UAE পুরস্কার, আরবান ২০২৩ ফটো অ্যাওয়ার্ডস, ভয়েডফ্রেমস ইন্ডিয়া, ১২৩ আর এফ, মস্কো ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ড, সম্মানজনক হামদান বীন মোহাম্মাদ বীন রশীদ আল মাখতুম ইন্টারন্যাশনাল মেডেল, এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পুরস্কার লাভ করেন।

নেশায় এবং পেশায় পুরাদস্তর আলোকচিত্রি রায়হান। চাচা মনিরুজ্জামান দাইয়ানের উৎসাহ এবং অনুপ্রেরনায় আলোকচিত্রে পদার্পণ ।

মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা মহাবিদ্যালয় থেকে একাউন্টিং এ মাস্টার্স করেছেন। পরবর্তীতে ফটোগ্রাফি নিয়ে বেসিক এবং ফাউন্ডেশন কোর্স করেছেন সাউথ এশিয়ান মিডিয়া ইন্সটিটিউশন (পাঠশালায়)।

ইংল্যান্ডের সুপরিচিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে জায়গা করে নিয়েছে তার তোলা ছবি। এছাড়াও অ্যামেরিকার ফার্স্টহ্যান্ড ক্যালেন্ডার সহ দেশি বিদেশি বিভিন্ন ক্যালেন্ডারে তার তোলা ছবি প্রকাশিত হয়েছে।

ইংল্যান্ডের দি ডেইলি টেলিগ্রাফ, অনলাইন টাইম ম্যাগাজিন, চিজ ম্যাগাজিনসহ দেশি-বিদেশি বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে তার তোলা ছবি।

লন্ডনের দি উইজডেন এমসিসি ক্রিকেট ফটোগ্রাফার অফ দা ইয়ার ২০২০ ফটোবুকেও জায়গা করে নিয়েছে রায়হানের তোলা ছবি। অর্জন করেছেন ৮০ টিরও বেশি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড।

রায়হান আহমেদের ছবির প্রদর্শনী হয়েছে ভারত, চিন, মালয়েশিয়া, কাতার, বাহরাইন, ইতালি, অ্যামেরিকা, ইংল্যান্ড, নেদারল্যান্ড, স্পেন, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, দুবাই, অস্ট্রিয়াসহ বিভিন্ন দেশে।

error: দুঃখিত!