ঢাকা-মুন্সিগঞ্জ ৪লেনের সড়কের দাবিতে সরব হচ্ছে মুন্সিগঞ্জবাসী
ঢাকা থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত ৪ লেনের সড়কের দাবিতে সরব হয়ে উঠছে এই রুটে প্রতিনিয়ত যাতায়াতকারী যাত্রী-সাধারণেরা।
বাংলাদেশের অন্যতম দ্রুত বর্ধনশীল, ঐতিহাসিক, রাজনৈতিক গুরুত্বপূর্ণ ও প্রধান জেলা যে জেলার বাসিন্দাদের পাঠানো সর্বোচ্চ রেমিটেন্স জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অন্য দিক দিয়ে বাংলাদেশ সরকারের সবচেয়ে বড় প্রজেক্ট ‘পদ্মা সেতু’ এই জেলার উপর দিয়ে বয়ে যাওয়ায় দাবীর যৌক্তিকতা পূর্ণতা পেয়েছে।
হাসানুদ্দিন রায়হান নামের একজন নিয়মিত অনলাইন এক্টিভিষ্ট তার ব্যক্তিগত ওয়ালে একটি পোষ্ট করেন। সেই পোষ্টটি স্থানীয় গণমাধ্যম গুলোর দৃষ্টি অাকর্ষন করে।
সেখানে তিনি দাবি তুলেছেন ঢাকা থেকে নারায়ণগঞ্জ হয়ে মুন্সিগঞ্জ পর্যন্ত চার লেনের সড়ক চাই সেই সাথে মেট্রোরেল ও চাই।
এদিকে ঢাকা থেকে মুক্তারপুর (মুন্সিগঞ্জে প্রবেশের প্রধান দ্বার), মুক্তারপুর থেকে পদ্মা সেতু পর্যন্ত বর্তমানে যে সড়কটি রয়েছে সেটি খুবই সরু। পদ্মা সেতু উদ্বোধনের অাগেই এই সকল সড়ক উন্নয়নের দাবি ক্রমশই জোড়ালো হচ্ছে।


