২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | বিকাল ৫:৩১
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৪ জনের
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩ জানুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখানে পৃথক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৮ জন।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ শুক্রবার ভোরে জেলার শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত হন ২ জন। অন্যদিকে, বৃহস্পতিবার দিনগত রাতে জেলার সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় কাভার্ডভ্যানের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় আরও ২ জন নিহত হন।

শ্রীনগর ফায়ার স্টেশনের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিলো পূর্বাশা পরিবহনের একটি বাস। ভোর ৫ টার দিকে সেটি শ্রীনগরের হাসাড়া এলাকায় সামনে থাকা একটি ট্রাক ও পরে একটি প্রাইভেটকারের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে বাসের হেলপার মো. রাকিব (২৫) ও যাত্রী মো. সবুজকে (৩৫) মৃত ঘোষণা করেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।

নিহত রাকিবের বাড়ি ঝিনাইদহ সদরে ও অপর নিহত সবুজের বাড়ি চুয়াডাঙ্গায়।

হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১১ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আব্দুল্লাহ পরিবহনের একটি বাস সিরাজদিখানের নিমতলা এলাকায় আসলে যান্ত্রিক ত্রুটির জন্য দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে বাসটির হেলপার জীবন শেখ (২৪) ও যাত্রী মো. রায়হানকে (৩৬) মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহত জীবন শ্রীনগর উপজেলার কল্লিগাও গ্রামের প্রয়াত নুরুল ইসলামের ছেলে ও রায়হান সিরাজদিখান উপজেলার ফকিরবাড়ি গ্রামের মহিউদ্দিন আহমেদের ছেলে।

প্রসঙ্গত: গত ২৭ ডিসেম্বর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহি বাস সামনে থাকা মোটর সাইকেল ও প্রাইভেটকারকে চাপা দিলে একই পরিবারের ৪ জনসহ ৬ জন নিহত হন।

error: দুঃখিত!