মুুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মাদক সম্রাট আমির হামজা (২৮)-কে পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে ২৯৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার দ্বিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আমির হামজা বেতকার দ্বিপাড়া গ্রামের তকিম শেখের ছেলে।
টঙ্গীবাড়ী থানার ওসি আলমগীর হোসাইন জানান, গোপন সংবাদের মাধ্যমে এস আই সহরাওয়ার্দী ও ইব্রাহিম অভিযান চালিয়ে এলাকার মাদক স¤্রাট আমির হামজাকে ইয়াবাসহ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে থানায় কয়েকটি মামলা রয়েছে।