১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | দুপুর ১২:২০
Search
Close this search box.
Search
Close this search box.
টঙ্গীবাড়িতে মানুষের হাতের কাটা কব্জি উদ্ধার; আতঙ্কে এলাকাবাসী
খবরটি শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদকঃ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দেউলবাড়ী এলাকা থেকে বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে এক অজ্ঞাত মানুষের হাতের কাটা কব্জি উদ্ধার করেছে পুলিশ।

টঙ্গীবাড়ি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো: আলমগীর হোসাইন জানান, টঙ্গীবাড়ি উপজেলার দেউলবাড়ী গ্রামে মানুষের এক হাতের কাটা কব্জি পরে থাকতে দেখে এলাকাবাসী টঙ্গীবাড়ি থানা-পুলিশকে খবর দেয়। খবর পেয়ে এসআই ফিরোজের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে মানুষের এক হাতের কাটা কব্জি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে হাতের কাটা কব্জি পুরুষ না মেয়ে মানুষের তা সনাক্ত করতে পারেনি পুলিশ।

দুবৃত্তরা মানুষের হাতের কব্জি কেটে ফেলে এখানে রেখে গেছে , সাধারণভাবে ধারনা করা হচ্ছে। দুবৃত্তরা হাতের কব্জি কেটে থাকলে সে মানুঘটিকে হত্যা করে দেহ কেটে টুকরো করে বিভিন্য অংশ অন্য কোথাও ফেলে যেতে পারে বলে ধারনা করছেন পুলিশের এ কর্মকর্তা।

এদিকে টঙ্গীবাড়ির দেউলবাড়ী গ্রামে হাতের কাটা কব্জি পরে থাকার ঘটনার পর থেকে মানুষের মনে ভয় বিরায করছে বলে জানা গেছে।

error: দুঃখিত!