২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৩:৫৪
টঙ্গীবাড়ীতে আন্তঃউপজেলা স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু
খবরটি শেয়ার করুন:

শেখ রাসেল ফখরুদ্দীন: মঙ্গলবার সকালে
টঙ্গিবাড়ীতে উত্‍সব মূখর পরিবেশে আন্তঃউপজেলা স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।

এ টুর্নামেন্টে উপজেলার ১১ টি স্কুল অংশ নিচ্ছে।

টুর্নামেন্টের ভেন্যু হিসেবে বানারী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের মাঠকে বেছে নিয়েছেন
আয়োজকরা।

হাসাইল বানারী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন হাওলাদার
টুর্নামেন্টের শুভ উদ্ভোধন করেন।

একান্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন, ক্রিকেটের
মাধ্যমে বাংলাদেশ বিশ্ব বাসীর কাছে
আলোড়ন সৃষ্টি করেছে। আমাদের এই
ক্ষুদে ক্রিকেটাররাও একদিন বাংলাদেশ
কে বিশ্ব দরবারে আরো সম্মানিত করে
তুলবে।

এসময় আরো উপস্থিত ছিলেন হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের সাবেক
চেয়ারম্যান আব্বাস শেখ, টঙ্গিবাড়ী
উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ফয়সাল হাওলাদার, অগ্রগামী সংসদের অন্যতম সংগঠক সুমন বেপাড়ী ও টঙ্গিবাড়ী উপজেলার ১১টি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত বরন বিশ্বাস বলেন এমন একটি টুর্নামেন্টের আয়োজক হতে পেরে
আমরা আনন্দিত।

টূর্নামেন্টের প্রথম খেলায় চাঠাতিপাড়া উচ্চ বিদ্যালয় ৩ উইকেটে জয় পায় আড়িয়ল উচ্চ বিদ্যালয়ের সাথে।

error: দুঃখিত!