মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় জমি দখলে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সোহরাব হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় আটক মেহেদী নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। মেহেদী যুবলীগের কর্মী বলে জানা গেছে।
রোববার উপজেলার আলদী গ্রামে সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সোহরাব হোসেনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক ডা. মামুন।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।