মুন্সিগঞ্জ, ৩ নভেম্বর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতা সম্পর্কে দীর্ঘ স্মৃতিচারণ করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান ও মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ।
আজ বুধবার (৩ নভেম্বর) দুপুরে মুন্সিগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে সাংবাদিকদের সাথে একান্ত আলাপচারিতায় দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরে আবেগঘন স্মৃতিচারণ করেন মহিউদ্দিন আহমেদ।
এসময় তিনি বলেন, জাতীয় চার নেতাকে হত্যাকান্ডের মধ্য দিয়ে কুচক্রীরা বঙ্গবন্ধুর আদর্শ ও মূল্যবোধকে দূর করে আমাদেরকে পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর ছিল। ঘাতকেরা ভেবেছিল বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার এবং তাঁর মতাদর্শের কেউ বেঁচে থাকলে তাদের হীন উদ্দেশ্য সফল হবে না। তাই বঙ্গবন্ধুকে হত্যার পর ঘাতকেরা এই চার নেতাকে টার্গেট করে।