মুন্সিগঞ্জ, ৩ সেপ্টেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) মুন্সিগঞ্জ জেলা শাখার আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
গত ৩১ আগষ্ট জিয়া সাইবার ফোর্স এর চেয়ারম্যান নাসিফ ওয়াহিদ ফাইজাল ও মহাসচিব সফিকুল ইসলাম এর যৌত স্বাক্ষরে কমিটির আংশিক অনুমোদন দেয়া হয়।
মো. রোমান রহমান খানকে সভাপতি ও মো. আলিফ খান আকাশকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি মো. রাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক ইয়াছিন আরাফাত দোলন, যুগ্ম সম্পাদক মো. রাসেল শেখ, সাংগঠনিক সম্পাদক রানা হোসেন, প্রচার সম্পাদক মেহেদী হাসান আশিক, সহ প্রচার সম্পাদক মো. সাব্বির খান, দপ্তর সম্পাদক কাওসার তালুকদার (কিংস), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মো. লিখন আহমেদ ও সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সিজান খান।
এসময় আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয় এবং ‘আগামী ৬০ দিনের মধ্যে মুন্সিগঞ্জ জেলার অধীনস্থ সকল শাখা কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়।