১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৮:৩৩
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে জামাই-শশুর দুজনেই চেয়ারম্যান প্রার্থী
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২২ অক্টোবর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় চেয়ারম্যান পদে দুটি ভিন্ন ইউনিয়ন থেকে জামাই ও শশুড় চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। অন্যদিকে দুজনেই পেয়েছেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন।

আলোচিত এই জামাই হলেন, উপজেলার পাটাভোগ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুন খান ও জামাই হলেন রাঢ়িখাল ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল বারেক খান বারী।

তফসিল অনুযায়ী, মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ১৪ টি ইউনিয়নে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিলো গত ১৭ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হয়েছে ২০-২১ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২২ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই নির্বাচনে ১৪ টি ইউনিয়নে দলীয় প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এছাড়া চেয়ারম্যান পদে মোট প্রার্থী হতে আবেদন করেছেন ৬১ জন। মেম্বার পদে ৪৩৯ জন ও নারী সদস্য পদে ১২৬ জন। আগামী ২৬ অক্টোবর সবশেষ কতজন প্রার্থী থাকেন সেটি জানা যাবে। পরদিন থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা।

error: দুঃখিত!