মুন্সিগঞ্জ, ২০ জানুয়ারি, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
‘নৌকার আড়ালে জামায়াত-বিএনপি’র দৃস্কৃতকারীরা চারিদিকে ঘুড়ে বেড়াচ্ছে। তারা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চাইছে। যারা আওয়ামী লীগের দুর্দিনে ত্যাগ স্বীকার করেছে তাদের সাথে চুলকানির চেষ্টা করলে কঠোর জবাব দেয়া হবে। কোন কম্প্রোমাইজ হবে না। দুর্দিনে আমাদের বাড়িতে হামলা হয়, তাদের বাড়িতে ইটের চাকাও পড়ে না- এসব কথা বলেছেন মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন কল্লোল।
আজ বুধবার (২০ জানুয়ারি) মুন্সিগঞ্জ পৌরসভার রমজানবেগ এলাকায় ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাকির হোসেনের আয়োজনে উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
সাবেক ছাত্রনেতা কল্লোল আরও বলেন, ‘যেই সাহেব বেশি মাতামাতি শুরু করছেন তাকে বলছি, উপজেলা নির্বাচনে কিন্তু খেলা একটা দেখাইছি। জাকিরের উপর এত বিষ কেন? কে কি করতেছেন সব লক্ষ্য করে রাখতেছি। কোন ধরনের ক্ষমা করা হবে না। কঠিন জবাব দেয়া হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা ছাড়োনের মানুষ না। আমি মাহতাব উদ্দিন কল্লোল। ২৯৮ টা মামলা খাইছি। ছাত্রলীগ করতে যাইয়া বিএনপি-জামায়াত, জাতীয় পার্টি সবাই আমার বিরুদ্ধে মামলা দিয়েছে।
কল্লোল বলেন, ‘নির্বাচনে পুলিশ-প্রশাসন শতভাগ নিরপেক্ষ থাকবে। এই পুলিশ শেখ হাসিনার পুলিশ। মুজিব বর্ষের অঙ্গীকার-পুলিশ হবে জনতার। সুতরাং পুলিশকে যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারবেন না।’
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, জেলা যুব মহিলা লীগের আহবায়ক মোরশেদা বেগম লিপী, জেলা যুবলীগের সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ পাভেল, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাকির হোসেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-আইন বিষয়ক সম্পাদক আপন দাস, জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শিহাব আহমেদ, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী পাখি বেগম, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য আবু বকর সিদ্দিক মিথুন, জাতীয় শ্রমিক লীগ শিল্পায়ন আঞ্চলিক শাখার সভাপতি আবুল কাশেম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সজল আহমেদ মিতালী, প্রমুখ।