১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ৮:৩৭
চর মুক্তারপুরে উত্তেজনা, হামলায় আহত ১
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ সদর উপজেলার চর মুক্তারপুর এলাকায় আধিপত্য নিয়ন্ত্রণ কে কেন্দ্র করে হামলায় ১ জন আহত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চরসন্তোসপুর এলাকার বাইতুন নুর জামে মসজিদ সংলগ্ন একটি টেইলার্সের দোকানের সামনে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এদিকে গুরুতর আহত মৃত মমতাজ আলীর ছেলে আব্দুল জলিল (৪২) কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তার ‘ইন্টারনাল ব্লাডিং’ হচ্ছিলো বলে দায়িত্বরত জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন জানিয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী একই এলাকার হাজী রুপচান বেপারীর ছেলে খোরশেদ আলম (৪২) দাবি করেছেন, স্থানীয় রহিম এর নির্দেশে পূর্ব শত্রুতার জের ধরে এই হামলা হয়েছে।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গাজী সালাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

error: দুঃখিত!