২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ২:০৫
গু.লি খাওয়া সেই ভিক্ষুক নারীকে এক মাসের বাজার করে দিলো ৪ শিক্ষার্থী
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৫ ডিসেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

‘জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ আয়েশার সংসার চালাতে হিমশিম, পা ব্যাথায় বন্ধ ভিক্ষাবৃত্তি’ শিরোনামে আমার বিক্রমপুরে প্রকাশিত সংবাদ দেখে সেই নারীকে এক মাসের বাজার করে দিয়েছে হরগঙ্গা কলেজের ৪ শিক্ষার্থী।

আজ বুধবার বিকালে শহরের মানিকপুরস্থ ভাড়া বাসায় গিয়ে গুলিবিদ্ধ নারীর খোঁজখবর নেন তারা।

এসময় ওই নারীকে ২৫ কেজি চাল, ৫ কেজি ডাল, ৫ কেজি আলু, ৩ লিটার তেলসহ ডিম, লবণ, হলুদ-মরিচ গুড়া ইত্যাদি বুঝিয়ে দেন। পাশাপাশি তাকে নগদ এক হাজার টাকাও দেয়া হয়।

সহায়তায় এগিয়ে আসা হরগঙ্গা কলেজের ৪ শিক্ষার্থী হলেন- বুলবুল আহম্মেদ রাজ, মেহেদি হাসান, মো জিহাদ ও সিয়াম সামি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে মানিকপুর এলাকায় বা পায়ে গুলিবিদ্ধ হন ভিক্ষুক আয়েশা বেগম (৭৬)। এক উপজেলা প্রশাসন ছাড়া আর কেউই এগিয়ে আসেনি তার পাশে। অন্যদিকে, পায়ের ব্যাথা পুরোপুরি না কমায় বন্ধ রয়েছে জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ভিক্ষা তোলা। ফলে গুলিবিদ্ধ ওই নারী নিজের সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। অর্থ সংকট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দ্বারে দ্বারে।

আয়েশা বেগমের স্বামী ও সন্তান কেউ-ই নেই। বাড়ি চাঁদপুরে। ক্যান্সারে আক্রান্ত হয়ে স্বামী লতিফ সরদারের মৃত্যুর পর প্রায় এক যুগ আগে মুন্সিগঞ্জ শহরে চলে আসেন তিনি। বেছে নেন ভিক্ষাবৃত্তি। স্বামী-সন্তান ছাড়া বয়সের ভারে ন্যুব্জ আয়েশা বেগমের উপার্জনের একমাত্র ক্ষেত্র ভিক্ষাবৃত্তি।

আয়েশা বেগমের সাথে সরাসরি যোগাযোগের নাম্বার- +8801623375636

 

 

error: দুঃখিত!