জেলার গজারিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গজারিয়া স্টেশনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ মে) সকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদশে আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
গজারিয়া ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ পরিদর্শক জানান, বর্তমানে স্টেশনটিতে ২১ জন সদস্য কর্মরত আছে ২৭টি পদের বিপরীতে। তিনটি গাড়ি আছে। বর্তমানে গজারিয়ায় এটিই একমাত্র ফায়ার সার্ভিস স্টেশন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিরুল ইসলামদ, সাবেক উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লা খান তোতাসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয় এলাকার লোকজন।