২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ১১:৪১
গজারিয়ায় ৬দিন পর উদ্ধার নিখোজ মান্নার লাশ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ১৪ ডিসেম্বর, ২০১৯, গাজী মাহমুদ পারভেজ (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের দক্ষিন ফুলদি গ্রামের মিশুক চালক মান্না নিখোজের ৬ দিন পর ডোবা থেকে লাশ উদ্ধার করেছে গজারিয়া থানা পুলিশ।

উপজেলার দক্ষিণ ফুলদী গ্রামের মৃত মঞ্জু মাতবর মিয়ার ছেলে নিহত মিশুক চালক মান্না (২৩) গত রোববার সন্ধ্যায় এলাকার গজারিয়া বাজার থেকে নিখোজ হয়েছিল।

শুক্রবার সকালে ফুলদী গ্রাম থেকে প্রায় ২কিঃমিটার দুরে একটি ডোবা থেকে নিখোজ মান্নার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মান্নার মা খাদিজা বেগম এবং বড় ভাই রমজান জানান, মান্না নিখোজের পর গত সোমবার হিমু, সাইফুল ও রাব্বি নামোল্লোখ করে ৩ জনকে আসামী করে থানায় মামলা করা হয়।

গজারিয়া থানা ইনচার্জ হারুন অর রশিদ জানান নিহত মান্নার দেহে একাধিক স্থানে আঘাতের চি‎হ্ন পাওয়া গেছে। প্রাথমিক ধারনা তাকে হত্যা করেছে।

নিহত পরিবারের অভিযোগ অস্বীকার করে বলেন, জিডি করার পর থেকে হত্যাকারীদের গ্রেফতারে নানা কৌশলে চেষ্টা অব্যাহত ছিলো।

error: দুঃখিত!