২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | দুপুর ২:১৫
Search
Close this search box.
Search
Close this search box.
ক্যাটরিনার নতুন রূপ ‘আফগান জালেবি’
খবরটি শেয়ার করুন:

বক্স অফিসে ‘বাজরাঙ্গী ভাইজান’ ঝড় থামেনি এখনও, তার আগেই নির্মাতা কবির খানের নতুন ছবি ‘ফ্যান্টম’ নিয়ে আশার পারদ চড়তে শুরু করেছে। পোস্টার ও ট্রেলরের পর প্রকাশিত হয়েছে ছবির প্রথম গান। আর হেভি অ্যাকশন ছবির এই গানেই ‘আফগান জালেবি’ রূপে দর্শকের সামনে আসছেন ক্যাটরিনা কাইফ।
‘আফগান জালেবি, মাসুম ফেরেবি, ঘায়েল হে তেরা দিবানা’ গানটি টুইটারে পোস্ট করেছেন পরিচালক কবির খান। ছবির প্রথম পোস্টার প্রকাশের পর জ্বলন্ত তাজ হোটেলের সামনে সাঈফ-ক্যাটরিনার পতাকা বাঁধা ছবি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছে। আর গানটি প্রকাশের সঙ্গে সঙ্গেই হিটলিস্টে চলে এলেন ক্যাটরিনা কাইফ। গানটিতে কণ্ঠ দিয়েছেন পাকিস্তানি গায়ক আসরার, মিউজিক করেছেন প্রীতম।
এস হুসেন জাইদির লেখা ‘মুম্বাই অ্যাভেঞ্জার্স’ অবলম্বনে ‘ফ্যান্টম’ নির্মাণ করেছেন কবির খান। কাহিনি অনুযায়ী, মুম্বাই হামলার পাঁচ বছর পরে এক অবসরপ্রাপ্ত আর্মি অফিসার ঘটনার প্রতিশোধ নিতে উদ্যোগী হয়। তার উদ্যোগে এক প্রশিক্ষণপ্রাপ্ত দল সারা পৃথিবী ঘুরে একে একে এই জঙ্গি হামলার সঙ্গে জড়িয়ে থাকা অপরাধীদের হত্যা করে। এই আর্মি অফিসারের চরিত্রেই দেখা দেবেন সাঈফ আলী খান।

error: দুঃখিত!