২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১০:০২
কলেজ ছাত্রী রিয়া হত্যার অভিযোগে মানববন্ধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩ জানুয়ারি, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে গৃহবধূ, কলেজ ছাত্রী কনিকা আক্তার রিয়া (২৩) কে যৌতুকের জেড়ে পরিকল্পিত হত্যার অভিযোগ তুলে বিচারের দাবীতে মানববন্ধন করেছে পরিবার ও এলাকাবাসী।

আরও পড়তে পারেন: বিয়ের অনুষ্ঠানের আগেই লাশ উদ্ধার গৃহবধূর

আজ (৩ জানুয়ারি) রোববার সকাল ১০টায় মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপি মানববন্ধনে অংশ নেয় পরিবারের সদস্য, এলাকাবাসী সহ সরকারি হরগঙ্গা কলেজের সহপাঠি শিক্ষার্থীরা।

মানববন্ধনকারীরা বলেন, বিবাহের পর থেকে যৌতুকের দাবীতে নির্যাতন ও বাবার বাড়ি থেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রেখেছিলো স্বামী নাজমুল ও শশুর বাড়ির লোকজন। দ্রুত তাদের গ্রেফতার পূর্বক বিচারের দাবি জানান তারা।

পরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক মানববন্ধনে উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে মানববন্ধনকারীরা কর্মসূচি শেষ করে।

প্রসঙ্গত,  নিহত রিয়া সরকারি হরগঙ্গা কলেজে অনার্স ১ম বর্ষের ছাত্রী ও মুন্সিগঞ্জ সদর উপজেলার রাজারচর এলাকার মাসুদ মিজির মেয়ে। দেড়বছর পূর্বে  রিয়ার সাথে মুঠোফোনে একই ইউনিয়নের মাকহাটি গ্রামের সামসুল সৈয়ালের ছেলে নাজমুলের বিয়ে হয়। গত ৩০ ডিসেম্বর রিয়াকে বাবার বাড়ি থেকে শশুড়বাড়ি নিয়ে যায় স্বামী নাজমুল। পরদিন ৩১ ডিসেম্বর শশুড় বাড়ির গোসল খানা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

error: দুঃখিত!