১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:১০
Search
Close this search box.
Search
Close this search box.
করোনাভাইরাসে মুন্সিগঞ্জে নতুন আক্রান্ত ৪২ জন সহ মোট ৫৩০, সুস্থ ১৪২
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২২ মে, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে আজ আরও ৪২ জন ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ৫৩০ জন।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ শুক্রবার (২২ মে) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।

মুন্সিগঞ্জ জেলায় করোনা আক্রান্তের চিত্র- শুক্রবার, ২১ মে এপ্রিল, ২০২০ইং

উপজেলাআক্রান্তমৃত্যুসুস্থ
মুন্সিগঞ্জ সদর২৪২১০৫৫
গজারিয়া৭৩১০
টংগিবাড়ী৪০
লৌহজং৪৮
সিরাজদিখান৭২৩০
শ্রীনগর৫৫৩৭
 সর্বমোট- ৫৩০সর্বমোট-১৭সর্বমোট- ১৪২
সূত্রঃ সিভিল সার্জন, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (২২ মে) ৩১৭২ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ২৯৭৭ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ৫৩০, মৃত ১৭, সুস্থ ১৪২ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ১৪৫ জনের।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।

error: দুঃখিত!