মুন্সিগঞ্জ, ৪ এপ্রিল, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের শিলই ও বজ্রযোগীনির আটপাড়ায় পৃথক স্থানে ৪ শতাধিক কর্মহীন জেলে, বেদে ও দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে মুন্সিগঞ্জ সদরের শিলই ইউনিয়নে কর্মহীন দুই শতাধিক জেলে ও বেদে পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সাবেক ছাত্রনেতা ও আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন কল্লোল।
পরে বিকালে বজ্রযোগীনি ইউনিয়নের আটপাড়া গ্রামের দুই শতাধিক কৃষক ও দিনমজুরদের মাঝে বিতরণ করেন খাদ্য সামগ্রী।
খাদ্য সামগ্রী গ্রহন কারী জেলে মনা বেপারী ও মুক্তার খান বলেন, আমরা জেলে মাছ ধরা আমাদের পেশা। কিন্তু, একদিকে জাটকা সংরক্ষন আইন অপরদিকে করোনা ভাইরাস আমরা এখন কি করে খাবো না ধরতে পারি মাছ না করতে পারি কাজ এখন না খেয়ে থাকার অবস্থা হয়েছে। এমন দূর্যোগের সময় কল্লোল ভাইয়ের সহযোগীতা পেয়ে আমাদের পরিবারের সদস্যরা খেতে পারবে। এতে আমরা খুবই খুশি।
এসময় আরও উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান শরিফ, আওয়ামী লীগ নেতা কাজল আহম্মেদ, শ্রমিক নেতা আবুল কাশেম।
মাহতাব উদ্দিন কল্লোল বলেন, টানা চতুর্থ দিনের মত আমার খাদ্য সহায়তা কর্মসূচি অব্যহত রেখেছি। প্রতিদিন সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় দরিদ্র পরিবার খুজে খুজে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছি। আমার এই কর্মসূচি করোনা প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত অব্যহত থাকবে।