রেজিস্ট্রেশনবিহীন মটরসাইকেল চালকদের আইনের আওতায় আনতে নিবন্ধন ফি কমানোর প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে দশম জাতীয় সংসদের এ সংক্রান্ত কমিটির ১০ম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটি সভাপতি মোঃ একাব্বর হোসেন এর সভাপতিত্ব করেন।
রেজিস্টেশন ফি কমানোর প্রসঙ্গে জানতে চাইলে কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন প্রিয়.কমকে বলেন, ‘ দুই থেকে পাঁচ বছর ধরে রাস্তায় চলাচল করলেও মোটসাইকেল চালকেরা বেশি রেজিস্ট্রেশন ফি এর কারনে তা নিবন্ধন করেন না। তাই কমিটি এই বিষয়ে যাচাই-বাছাই করে রেজিস্ট্রেশন ফি কমিয়ে অনিবন্ধিত মোটরসাইকেলগুলোকে নিবন্ধনের সুযোগ করে দিতেই ফি কমানোর সুপারিশ করেছে।’
এছাড়া যে সমস্ত রাস্তা ক্রটিপূর্ণ মেরামত ব্যবস্থার কারণে প্রতিবছর মেরামত করতে হয় সে সমস্ত রাস্তার ঠিকাদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয় এই বৈঠকে।
যানজট নিরসন ও দুর্ঘটনা হ্রাসকল্পে জাল/ভুয়া লাইসেন্স ধারী গাড়িচালক এবং ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের বিষয়ে জরুরী সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে এবং বিআরটি-এ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে বলে বৈঠকে জানানো হয়।
যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা রোধে মন্ত্রণালয় ও অন্যান্য সংস্থার নেয়া পদক্ষেপ, বাস্তবায়ন অগ্রগতি এবং ভবিষ্যত কর্মপরিকল্পনা সম্পর্কিত প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠকে দাবি করা হয়, ‘সড়ক দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনে ২২টি মহাসড়কে তিনচাকা ও অযান্ত্রিক যানবাহন তথা সিএনজি, নসিমন, করিমন, ভটভটি, ইজিবাইক চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করার ফলে দুর্ঘটনা কিছুটা কমে এসেছে’।
বর্ষা মৌসুমে পদ্মা সেতু এলাকা পদ্মা নদীর ভাঙন রোধে-২৫০ কেজি ওজনের বালু বস্তা ফেলে তীর রক্ষার কাজ চলমান রয়েছে বলেও বৈঠকে জানানো হয়। এছাড়া সড়ক দুর্ঘটনারোধে লাইসেন্স বিহীন বা ভুয়া লাইসেন্সধারীদের বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান করে লাইসেন্স গ্রহণের ব্যবস্থা করার সুপারিশ করা হয়।
কমিটি সদস্য ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, এ.কে.এম.এ আউয়াল (সাইদুর রহমান), নুরুজ্জামান আহমেদ, ফয়জুর রহমান, নাজমুল হক প্রধান এবং মোঃ মনিরুল ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।