মুন্সিগঞ্জ সদর উপজেলার অন্যতম ব্যাস্ত সড়ক রামপাল ইউনিয়নের হাতিমারা চৌ-রাস্তার এই রাস্তাটি সল্প বৃষ্টিপাত হলেই ডুবে যায় বৃষ্টির পানিতে।
রাস্তা দিয়ে পায়ে হেঁটে চলাফেরার কোন উপায় থাকেনা।
হাতিমারা চৌ-রাস্তার এই রাস্তাটিতে নেই কোন পানি নিষ্কাশন ব্যবস্থা। দীর্ঘদিন ধরে নিজেরাই এই পরিস্থিতির মোকাবেলা করছেন এখানকার সাধারণ জনগন।
রামপাল ইউনিয়নের তিনসিড়িতে গত বছর বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ ২৪ এর সরাসরি অনুষ্ঠান ‘তৃণমূলের জবাবদিহিতা’য় উপস্থিত ছিলেন রামপাল ইউনিয়নের চেয়ারম্যান বাচ্চু শেখ
সেখানে নিউজ ২৪ -এর সাংবাদিক এলাকার সমস্যার কথা সাধারণ জনগনের কাছে জানতে চাইলে হাতিমারার একজন বাসিন্দা এই রাস্তাটি সম্পর্কে জানান।
তখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাচ্চু শেখ এই রাস্তার পানি নিষ্কাশন ব্যবস্থা করে দিবেন বলে সাধারণ জনগণদের কথা দেন।
কিন্তু গত এক বছরে রাস্তাটির জন্য কোন পদক্ষেপ নেয়া হয়নি। এর জন্য নানা সমস্যার মোকাবেলা করছেন এখানকার বসবাসরত জনগণ।