৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ৯:৩০
Search
Close this search box.
Search
Close this search box.
ওআইসির মহাসচিব আসছেন আজ
খবরটি শেয়ার করুন:

বিশ্ব ইসলামী সহযোগিতা সংস্থার(ওআইসি)মহাসচিব আয়াদ আমিন মাদানি বাংলাদেশ সফরে আসছেন।তিনি বাংলাদেশে দু’দিন অবস্থান করবেন।আজ শনিবার তার আসার কথা রয়েছে তবে তার ফ্লাইটের সময় জানাযায়নি।

গতকাল শুক্রবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সদস্য দেশগুলোতে সফরের অংশ হিসেবে তিনি বাংলাদেশে আসছেন। আগামী সোমবার সকালে তিনি ঢাকা ছাড়বেন।

সফরে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

৫৭টি মুসলিম দেশের সংস্থা ওআইসির মহাসচিবের দায়িত্ব নেওয়ার পরপর গত বছর মার্চে প্রথম বাংলাদেশ সফর করেন মাদানি।

error: দুঃখিত!